উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ শিলিগুড়ি পুরসভার ২০১৭-১৮ আর্থিক বর্ষে ২ কোটি ২২ লক্ষ ৫৯ হাজার টাকার ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র অশোক ভট্টাচার্য। শনিবার বাজেটের শুরুতেই রাজ্য সরকারের বিরুদ্ধে বিমাতৃসুলভ ব্যবহারের অভিযোগ তুললেন মেয়র। তিনি বলেন, বিভিন্ন প্রকল্প থেকে শিলিগুড়িকে বঞ্চিত করা হচ্ছে। রাজ্যার কাছে বিভিন্ন প্রকল্প মিলিয়ে প্রায় ২৮০ কোটি টাকা পাওনা রয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও পুরনিগম শহরের মানুষের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করছে বলে উল্লেখ করেন মেয়র।
হোটেলে আবাসিকদের মাথা পিছু কর ৫ শতাংশ (স্টে ট্যাক্স) বাড়ানো, বেসরকারি স্কুলে ৫০০ টাকা করে জঞ্জাল কর আদায়, ই-রিকশায় কর আদায়, বাণিজ্যিক প্রতিষ্ঠানে জল কর বৃদ্ধি করার প্রস্তাব করেছেন মেয়র।
from Uttarbanga Sambad http://ift.tt/2n1WDbi
March 25, 2017 at 05:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন