ইসলামাবাদ, ২৫ মার্চ- গেলো মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এবার তার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমিও ছাড়লেন এই অলরাউন্ডার। ব্যক্তিগত কারণেই পেশোয়ার জালমির খেলোয়ার ও সভাপতির পদ ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় আফ্রিদি এই ঘোষনা দিয়েছেন। টুইটারে তিনি দুটি বার্তায় লিখেছেন, ব্যক্তিগত কারণে আমি পেশোয়ার জালমির সভাপতি ও খেলোয়াড়ের পদ ছাড়ার ঘোষণা দিচ্ছি। এটির পরপরই আরেকটি টুইটে তিনি লিখেছেন, পেশোয়ার জালমি এবং আমার ভক্তদের জন্য শুভ কামনা। আমি জানি, আমি যেখানেই থাকি তারা আমার সঙ্গে থাকবেন। পিএসলের প্রথম আসরে পেশোয়ার জালমির অধিনায়কের দায়িত্বে ছিলেন এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু দ্বিতীয় আসরে তাকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিকে অধিনায়ক করা হয়। এবারের আসরের শেষের দিকে ইনজুরিতে পরে দল থেকেই ছিটকে যান আফ্রিদি। আর এবার দলই ছেড়ে দিলেন। সূত্র: দুনিয়া নিউজ আর/১৭:১৪/২৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nh9p7t
March 25, 2017 at 11:38PM
25 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top