উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ মঙ্গলবার কৃষক দিবস উপলক্ষ্যে নজরুল মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে আধার ইস্যুতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি, তিনি বার্তা দেন কেন্দ্র-রাজ্যের পারস্পারিক বোঝাপড়ার।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক করার আগে সব মানুষের সেটি হাতে পাক। কারও নৈতিক অধিকার নেই মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করার। তা গণতন্ত্র মেনে নেবে না।’ তিনি আরও বলেন, ‘বাংলা চিরকালই লড়াই করে এসেছে। কোনও দিন মাথানত করেনি। বাংলা থেকেই নবজাগরণের সূত্রপাত। বাংলার শিল্প, সংস্কৃতি চিরকাল বেঁচে থাকে। কৃষক দিবসে শপথ বাংলাই হবে বিশ্বসেরা।’
পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন, ‘জীবনে মানুষের পাশে দাঁড়াতে না পারলে রাজনীতি করা উচিত নয়। জীবন মানে মানবিকতা, বেঁচে থাকার নাম সভ্যতা। এটাই আমাদের সংস্কৃতি। আমরা এটাও চাই, কেন্দ্র-রাজ্য পারস্পারিক বোঝাপড়ার মধ্যে দিয়ে চলুক। কেউ হারবে, কেউ জিতবে। গণতান্ত্রিক রাষ্ট্রে একে অপরকে সম্মান জানানো উচিত।’
from Uttarbanga Sambad http://ift.tt/2mnZOux
March 14, 2017 at 08:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন