মুম্বাই, ২৫ মার্চ- এ মুহূর্তে সঞ্জয় লীলা বনসালীর পদ্মাবতী সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন দীপিকা পাড়ুকোন, আর এ কারণেই কান চলচ্চিত্র উৎসব-এর এবারের আসরে যেতে পারছেন না তিনি। হলিউডের প্রথম সিনেমা ট্রিপল এক্স: দ্যা জ্যান্ডার কেইজ-এর সাফল্যে এ মুহূর্ত ভালোই সময় কাটাচ্ছেন পিকু তারকা দীপিকা। সম্প্রতি স্টাইল আইকন হিসেবে পেয়েছেন এইচটি স্টাইল আসরের সেরা স্টাইলিশ গ্লোবাল স্টার-এর পুরস্কার। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এ তারকা জানালেন সিনেমার শুটিংয়ের জন্য নিমন্ত্রণ পেয়েও বিশ্বনন্দিত কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারছেন না তিনি। আইএনএসকে দেওয়া সাক্ষাতকারে দীপিকা বলেন, একজন অভিনেত্রীর স্টাইল অনেকাংশেই নির্ভর করে পরিচালক ও শিল্প নির্দেশকের উপর। তবে নিজেকে আকর্ষণীয় ও স্টাইলিশ হিসেবে সবার সামনে উপস্থাপন করাটা প্রত্যক অভিনেত্রীর জন্যই একটি বড় চ্যালেঞ্জ। এ সময় দীপিকা জানান, এ মুহূর্তে সঞ্জয় লীলা বনসালীর পদ্মাবতী সিনেমার কাজে তিনি এতটাই ব্যস্ত রয়েছেন যে কান উৎসবে যাওয়ার আমন্ত্রণও পেয়েও তা বাতিল করতে হয়েছে তাকে। তিনি বলেন, এ মুহূর্তে আমার সমস্ত মনোযোগ রয়েছে পদ্মাবতীর উপরে। এর বাইরে আর কিছু ভাবছি না। অনুষ্ঠানে সেরা স্টাইলিশ জুটির পুরস্কার পাওয়া সাবেক প্রেমিক রণবীর কাপুরের বাবা-মা নিতু সিং ও ঋষি কাপুরকেও অভিনন্দন জানাতে দেখা গেছে দীপিকাকে। নতুন খবর হলো সামনেই নামকরা কসমেটিকস ব্র্যান্ড লরিয়েল-এর আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে দেখা যাবে দীপিকাকে- শোনা যাচ্ছে এমনই গুঞ্জন! আর/১০:১৪/২৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nU8gpy
March 26, 2017 at 05:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top