ইনজুরি থেকে ফিরে দারুন ছন্দে রয়েছেন সুইস সেনসেশন রজার ফেদেরার। আর সে কারনেই সুইস তারকার সতীর্থ ও দীর্ঘদিনের বন্ধু স্ট্যান ওয়ারিঙ্কা বিশ্বাস করেন আবারো বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সঠিক পথেই আছেন ফেদেরার। আর তা হলে ৩৫ বছর বয়সী ফেদেরার সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের রেকর্ড গড়বেন। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ১৮ত গ্র্যান্ড স্ল্যাম জয় করা ফেদেরার রোববার ওয়ারিঙ্কাকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টেনিসের শিরোপা জিতেছেন। প্রায় সাড়ে চার বছর পরে ফেদেরার কোন গ্র্যান্ড স্ল্যাম জেতার কৃতিত্ব দেখিয়েছেন। এই জয়গুলো দিয়ে চার ধাপ উপরে উঠে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ফেড এক্স। এর আগে হাঁটুর ইনজুরির কারনে গত বছর প্রায় ছয় মাস কোর্টের বাইরে ছিলেন। ওয়ারিঙ্কা বিশ্বাস করেন ফেদেরার অবশ্যই আবারো শীর্ষস্থানে ফিরে আসবেন। এ সম্পর্কে তিনি বলেছেন, সে বর্তমানে দুর্দান্ত খেলছে। তার খেলার মধ্যেই ভিন্নতা এসেছে। বেসলাইনের কাছাকাছি থেকে সে বল উঠানোর চেষ্টা করছে। টপ স্পিন ব্যবহার করছে, সবসময়ই কিছুটা চাপ প্রয়োগ করছে এবং বল ফেরানোর ক্ষেত্রে ভিন্নতা দেখা যাচ্ছে, যা আমি আগে কখনই দেখিনি। আমি নিশ্চিত শীর্ষস্থা থেকে সে অল্প কিছু দুরে রয়েছে। ৩৩ বছর বয়সে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসী। ক্যারিয়ারে ৯০টি শিরোপার মালিক ফেদেরারের জন্য এটা সময়ের ব্যপার মাত্র। বিশেষ করে ছয় মাস পরে কোর্টে ফিরে একের পর এক শিরোপা সত্যিই বিশেষ কিছু। এদিকে ফেদেরার বলেছেন উইম্বলডনের আগে শীর্ষ আটে পৌঁছানোর যে লক্ষ্য তিনি স্থির করেছিলেন সেপথে ভালভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের বিদায়বেলায় এসে এই ধরনের সাফল্য তিনি বেশ উপভোগ করছেন। এটা সত্যিই ভিন্ন একটি বছর, ভিন্ন এক অনুভূতি। বিশেষ করে এই বয়সে এই ধরনের সাফল্য, এভাবে ফিরে আসা সবকিছুই পাল্টে দিয়েছে বলেই ফেদেরার মনে করেন। বাসস। আর/১৭:১৪/২২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nmk3Mn
March 22, 2017 at 11:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top