বাহরাইনে কুমিল্লার শ্রমিকের মৃত্যু

কুমিল্লার বার্তা ডেস্ক ● বাহরাইন সাহেদ কদম আল দুরাজি কোম্পানিতে কুমিল্লার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টায় কোম্পানির আলবা এলাকায় কাজ করার সময় শ্রমিক ইমরান নিহত হয়।

তার সঙ্গে তিনজন ইন্ডিয়ান শ্রমিক ছিল। ইমরান কাজ করার সময় হঠাৎ ইন্ডিয়া শ্রমিক বলে মাটিতে পড়ে যায়। এরপর কোম্পানির ফোরম্যান ইমরানকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।

মরদেহ ময়নাতদন্ত করে ইমরানের ঘাঁড়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজন ইন্ডিয়ান শ্রমিক নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়।

ইমরানের মরদেহ বাহরাইন সালমানিয়া হাসপাতালে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তার দেশের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানায়।



from Comillar Barta™ http://ift.tt/2mjeUAH

March 13, 2017 at 08:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top