নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় পুলিশের ধাওয়ার মুখে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু তাহের (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এতে উত্তেজিত জনতা পুলিশের একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়ার পাশপাশি তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার শুক্রবার ভোরে বালুতোপা চাপাপুর এলাকায় বাজারের পাশে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত হয়ে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে সদরে নিয়ে যান। তিন পুলিশ সদস্যকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
সদর দক্ষিণ মডেল থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় সদর দক্ষিণ মডেল থানার এএসআই জহিরের নেতৃত্বে পুলিশ রাস্তায় টহল শেষে ভোরে থানায় ফেরার পথে সদর উপজেলার চাপাপুর এলাকায় আবু তাহের (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে পুলিশ। ধাওয়ার পর ওই মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে ছিটকে পড়ে মারা যায়। এ সময় পুলিশের মাইক্রোবাসটিও রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে যায়। এসময় মাইক্রো ড্রাইভার আবুল বাশার গাড়ি রেখেই পালিয়ে যায়।
যুবক নিহতের খবর পেয়ে উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে পুলিশের তিন কনস্টেবলকে অবরুদ্ধ করে পুলিশের গাড়িটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে ঘটনাস্থলে সদর দক্ষিণ মডেল থানার অতিরিক্ত পুলিশ গিয়ে জনতার কাছ থেকে তিন কনস্টেবলকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ রাস্তা থেকে প্রায় তিনশ’ ফুট দূরে একটি ধানক্ষেতে নিহত ওই যুবকের লাশ গুম করার চেষ্টা করে। এতে উত্তেজিত জনতা তাদের ধরে নিয়ে যায়।
এদিকে জনতার কবল থেকে উদ্ধার হওয়া তিন পুলিশ সদস্যকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মডেল থানার ওসি নজরুল ইসলাম।
ওসি নজরুল ইসলাম আরও জানান, দুর্ঘটনাই মোটরসাইকেল আরোহী তাহের নিহত হয়েছে। তবে এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ভুল বোঝাবুঝি হয়। এক পর্যায়ে তারা তিন পুলিশ সদস্যকে আটকে রাখে। পরে তাদের উদ্ধার করা হয়। তিনি জানান, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাল মর্গে পাঠানো হয়েছে। তার পিতার নাম আবুল কাশেম। তার গ্রামের বাড়ি সাহাপুর, কোতয়ালী থানা। পুলিশকে বহনকারী মাইক্রো ড্রাইভারকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি নজরুল ইসলাম।
from Comillar Barta™ http://ift.tt/2maF7Sy
March 10, 2017 at 07:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন