নিজস্ব প্রতিবেদক ● ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ‘আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার নৌকার মনোনীত প্রার্থীর বিজয় নিয়ে তবেই ঘরে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ। নৌকা প্রতীকে সাধারণ ভোটারদের গণজোয়ার তৈরি করতে যা যা করণীয় তাই করবে ছাত্রলীগ।’
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বিশ্বরোডে নূরজাহান হোটেলে ছাত্রলীগ আয়োজিত সভায় শুভেচ্ছা বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা জেলা (উত্তর, দক্ষিণ), মহানগর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই সভার আয়োজন করে।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নের এই যাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কা প্রার্থীর বিজয়ের কোনো বিকল্প নেই। আমি নিশ্চিত কুমিল্লাবাসী নৌকার মাঝিকে ভোট দিতে ভুল করবে না।’
জাকির হোসাইন বলেন, ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়নে কাজ করে বহির্বিশ্বে প্রচুর প্রশংসিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি জানেন, উন্নয়কে আরো টেকসই ও জোরদার করতে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। সেই লক্ষে তিনি কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা মার্কার মনোনীয় প্রার্থী করেছেন। তিনি কুমিল্লাবাসীর সুখে দুঃখে সব সময় পাশে থাকবেন। আধুনিক কুমিল্লা সিটি করপোরেশন গড়ে তুলতে জোরালোভাবে কাজ করে যাবেন।’
কুমিল্লাবাসী দলমতের ঊর্ধ্বে উঠে শেখ হাসিনার প্রার্থীর বিজয় নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি অহিদুর রহমান জয়, আল আমিন, মনির হোসেন, হাবিবুর রহমান সুমন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা উত্তর ছাত্রলীগের সভাপতি অনিক, কুমিল্লা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি অপি, সাধারণ সম্পাদক রুবেল, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক সিহানু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি আলী ও সাধারণ সম্পাদক রেজা প্রমুখ।
from Comillar Barta™ http://ift.tt/2mITtwR
March 10, 2017 at 07:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.