উচ্চমাধ্যমিকে কড়া নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্রে থাকবে সিসিটিভি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মালদা জেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩৮,৫৭৭ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৮,৩০৬ জন এবং ছাত্রীর সংখ্যা ২০,২৭১ জন।

মালদা জেলায় ১৬টি সেন্টারে মোট ভেনুর সংখ্যা ৯৯টি। মোট ২৫৫টি উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। এবছর শিক্ষক ও ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনো ছাত্রছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল বলে বিবেচিত হবে। পরীক্ষাকেন্দ্রে পুলিশি ব্যবস্থা ছাড়াও থাকছে সিসিটিভি ক্যামেরা এবং কিছু কিছু পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর বসছে বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2mtdtCY

March 10, 2017 at 07:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top