বরুড়ায় কলেজ অধ্যক্ষকে মারধর

বিএম মহসিন ● বরুড়া উপজেলায় সোমবার আড্ডা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সহীদুল আলমকে কলেজের প্রভাষক মো. আজিজুল হক ও এনামুল হক মারধর করে গুরুতর আহত করেছে। জানা গেছে, পূর্বে কলেজে ভর্তি ফরম পূরণ নিয়ে অধ্যক্ষের সাথে কলেজের প্রভাষক মো. আজিজুল হক ও এনামুল হক এর সাথে বিরোধ চলে আসছিল। এ ঘটনার প্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আড্ডা ইউপি চেয়ারম্যানকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার বিকেলে আড্ডা কলেজে তদন্ত কমিটির আহবায়ক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ. কে. এম সাইফুল আলম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীসহ প্রায় ৩০ জনের স্বাক্ষী গ্রহণ করেন। তদন্ত কমিটি তদন্ত শেষ করে ফিরে আসলে কলেজের প্রভাষক (অর্থনীতি) মো. আজিজুল হক ও সহকারি অধ্যাপক (হিসাববিজ্ঞান) এনামুল হক অধ্যক্ষের রুমে প্রবেশ করে চেয়ার দিয়ে অধ্যক্ষকে এলোপাথারি মারধর করতে থাকে। পরে তাঁর চিৎকারে পাশের রুমে থাকা অন্যান্য শিক্ষকগণ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কলেজের অধ্যক্ষ সহীদুল আলম জানান, ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা আমার উপর কি অত্যাচার করেছে। তারা কথায় কথায় প্রভাব খাটায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।



from Comillar Barta™ http://ift.tt/2n11xto

March 13, 2017 at 08:14PM
13 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top