নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় ২০ হাজার পিস ইয়াবা, তিনজন মাদক ব্যবসায়ীসহ হানিফ পরিবহনের একটি বাস জব্দ করেছে র্যাব-১১ এর সদস্যরা। সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব ১১ সিপিসি-২’র অধিনায়ক মোস্তফা কায়জার জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সোমবার ভোরে কুমিল্লার মিয়ার বাজার এলাকার টাইম স্কয়ার হোটেলের সামনে পৌঁছলে তল্লাশী চালায় র্যাব সদস্যরা।
এসময় বাসের সিটের উপরের লাইটিং বক্সের ভিতর থাকা পৃথক স্থান থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সাথে জড়িত বাসের ড্রাইভার, দুই মাদক ব্যবসায়ী ও বাসটি জব্দ করা হয়। আটকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার আব্দুল হামিদ, নারায়ণগঞ্জ জেলার নাসির চৌধুরী ও ঝালকাঠি জেলার সুমন। আটকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৪০ লাখ টাকা বলে জানান তিনি। আটককৃত আসামিদের বিরুদ্ধে জেলার চৌদ্দগ্রাম থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
from Comillar Barta™ http://ift.tt/2lTqOWB
March 13, 2017 at 08:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.