মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পূর্ব পাহাড়পুর (গমরাগুল উত্তর পাড়া) গ্রামের মরহুম হাজী ওয়াজিদ আলীর কনিষ্ট পুত্র জালাল আহমদ (৩৩)। ৫ বছর পূর্বে স্বপ্ন পুরনের আশায় পাড়ি জমিয়েছিলে ব্রাজিল। সেখানে স্থায়ীভাবে সববাসের সুযোগ পেয়ে স্বপ্নের সংসার গড়ার স্বপ্ন নিয়ে সম্প্রতি ফিরে আসেন দেশে। আজ সোমবার ছিল তার বিয়ের চিনিফান (এঙ্গেজম্যান্ট) অনুষ্ঠান। কিন্ত সেই স্বপ্ন পুরনের আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি…………রাজিউন)।
জানা যায়, গত শনিবার রাতে জালাল হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ’তে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে সোমবার সকালে ৯টায় আইসিইউ’তে নেওয়ার আগেই জালাল তার ভাইকে বুকে জিড়িয়ে ধরেন ও তাকে কালেমা পড়ে শুনানোর কথা বলেন এবং নিজে নিজেই কালেমা পড়তে পড়তে শেষ নিস্বাস ত্যাগ করেন।
পরিবারে ১ বোন ও ৬ ভাইদের মধ্যে জালাল ছিলেন সবার ছোট। তার এই অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
আজ বাদ আছর (বিকেল ৫টা ১০ মিনিটে) মরহুমের গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mZrCZQ
March 13, 2017 at 01:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.