মুম্বাই, ০৮ মার্চ- ক্ষমতায়নে নারী- এই প্রচলিত কথায় বিশ্বাসী নন সুপারস্টার শাহরুখ খান। তিনি বিশ্বাস করেন, নারী প্রথম থেকেই যথেষ্ট ক্ষমতাশীল। এই সমাজে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীও তাঁর সমান জায়গা তৈরি করে নিতে পারেন। শাহরুখ বলেন, নারীর ক্ষমতায়নের কথা উঠলেই আমার কাছে মনে হয় বিশ্বকে বাঁচানোর মতো বিষয়। কিন্তু আসলে বিশ্বই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। ঠিক তেমনই নারীকে ক্ষমতা প্রদান করতে হবে এ কথা ঠিক নয়, নারীর মধ্যে ক্ষমতা প্রথম থেকেই রয়েছে। শুধু তাঁকে নিজের ক্ষমতা প্রর্দশনের সুযোগ করে দিতে হবে। তিনি বিশ্বাস করেন পুরুষই সমাজকে শাসন করছে। তাঁর কথায়, খুবই দুঃখজনক যে এটা পুরুষ শাসিত সমাজ। দীর্ঘদিন ধরে এটাই আমরা মেনে চলেছি। এবার দৃশ্যটা একটু বদলানো দরকার। একজন নারী তাঁর সংসারের সঙ্গে সঙ্গে সমাজকেও পরিচালিত করার দক্ষতা রাখেন। শাবানা আজমির মিজওয়ান চ্যারিটি শোয়ের জন্য শনিবার মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাক পড়ে র্যাম্পে হাঁটেন শাহরুখ ও আনুশকা। শাবানা আজমি শোস্টপার শাহরুখের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শাহরুখ নিজের ছবিতে তাঁর সহ-অভিনেত্রীকে নিজের থেকেও বেশি জায়গা দেন। যে কারণে ডিয়ার জিন্দেগি-তে শাহরুখের থেকে বেশি প্রাধান্য পেয়েছেন আলিয়া ভাট। সূত্র: আজকাল এফ/০৮:৩০/০৮মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ncfAbM
March 08, 2017 at 02:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top