আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-সিলেট রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে; যার পরিচালনায় থাকবেন বিমানের নারী পাইলট ও নারী ক্রুরা।
বিশেষ এ ফ্লাইটে থাকবেন ক্যাপ্টেন তানিয়া রেজা এবং ফার্স্ট অফিসার সারওয়াত সিরাজ অন্তরা। তাঁরা দুজন বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে বেলা সোয়া একটায় বিজি-৬০৩ ফ্লাইটে ছয়জন নারী ক্রু ও যাত্রীদের নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন।
ফার্স্ট অফিসার সারওয়াত সিরাজ অন্তরা সংবাদমাধ্যমকে বলেন, এ বিশেষ ফ্লাইট নারীদের জন্যে অনুপ্রেরণা যোগাবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এ বিশেষ ফ্লাইট প্রমাণ করছে বাংলাদেশে নারীরা এগিয়ে যাচ্ছে। নারীরা প্রমাণ করছে তারা সকল সেক্টরেই কোনভাবেই পিছিয়ে নেই, উল্লেখ করেন মন্ত্রী। এর আগে এ মাসের ৩ তারিখে এয়ার ইন্ডিয়া নারীদের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করেছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mVnIl1
March 08, 2017 at 07:10AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন