শিহাবুজ্জামান কামালঃ ২৭ মার্চ সমবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি মোঃ রহমত আলী পাতনীর সভাপতিত্বে ও সেক্রেটারি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগতত অতিথিরা মহান স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ দিন গুলোর বর্ণনা দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ জিল্লুল হক, বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, জিএসসির সাবেক চেয়ারপার্সন আলহাজ এম আলাউদ্দিন, ফররুখ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হাই খান, জিএসসি সাউথ ইস্ট রিজনের চেয়ার আলহাজ ইছবাহ উদ্দিন, কমিউনিটি নেতা আলহাজ নুর বখশ, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ ফারুক মিয়া, শীর্ষ বিন্দুর সম্পাদক সুমন আহমদ, মোঃ আব্দুল কুদ্দুস, কামাল উদ্দিন, খিজিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা ৭১সালের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ চারন করেন এবং সকল শহীদদের কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি দবিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, লেখক শাহ এনায়েত করিম, হাফিজ সাঈদুর রহমান চৌধুরী, কবি মোঃ রহমত আলী পাতনী, শিহাবুজ্জামান কামাল। সভা শেষে সকল শহীদদের রুহের আগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই খান।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ouqJ8E
March 28, 2017 at 01:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন