সহকারী রেফারিকে গালি দিয়ে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মেসি। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার হয়ে চার ম্যাচ মাঠে নামতে পারবেন না। ইতিমধ্যে তাকে ছাড়া এক ম্যাচে মাঠে নেমে হেরে এসেছে আর্জেন্টাইনরা। বলিভিয়ার কাছে ২-০ গোলে হারের পর এখন আর্জেন্টিনার বিশ্বকাপ খেলাটাই পড়ে গেছে শঙ্কার মুখে। নিষেধাজ্ঞার শাস্তি কাটানোর জন্য ক্ষমা চেয়ে ইতোমধ্যেই ফিফার কাছে চিঠি লিখেছেন মেসি। আশা করছেন, হয়তো শাস্তি কমবে। তবে, মেসির ওপর নিষেধাজ্ঞার খাঁড়া কমছেই না। জাতীয় দলের নিষেধাজ্ঞা পিছু নিয়েছে ক্লাব পর্যায়েও। বার্সার হয়ে গ্রানাডার বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারছেন না মেসি। কারণ পাঁচটি হলুদ কার্ড। পাঁচটি হলুদ কার্ডের কারণে নিয়মানুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হচ্ছে বার্সার আর্জেন্টাইন তারকাকে। জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ার আগেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতেছিল বার্সা। ওইদিনই টানা আট মৌসুম সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি। আবার ওই ম্যাচে হলুদ কার্ড পেয়েই পরের ম্যাচে নিজেকে নিষিদ্ধ করে তুললেন মেসি। আগামী কাল গ্রানাডার মাঠে গিয়ে খেলবে বার্সেলোনা। এই ম্যাচে মেসিকে যেহেতু পাচ্ছে না কাতালানরা, সে কারণে দলকে এগিয়ে নেয়ার পুরো দায়িত্ব এখন নেইমারের ওপর। একই সঙ্গে কাতালানরাও চাচ্ছে, মেসি নির্ভরতা কমানোর যে প্রক্রিয়া, এই ম্যাচে সেটাও একটু পরীক্ষা করে দেখতে। আর/১৭:১৪/০১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2otX7ZI
April 02, 2017 at 05:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top