কলম্বো, ০১ এপ্রিল- যেহেতু সিরিজ ড্র, তাই ওয়ানডে ট্রফিটাও ভাগাভাগি হলো। সে ট্রফি হাতে উপুল থারাঙ্গার মুখে প্রশান্তি, খুশির ঝিলিক। মনে স্বস্তি, যাক বাবা ঘরের মাঠে বাংলাদেশের কাছে ২-০ তে সিরিজ হারের লজ্জায় ডোবার চেয়ে সিরিজ অমিমাংসিত রাখা গেছে। এটাই বা কম কি? তাই তো ট্রফিটা একটু দৃঢ়ভাবে ধরলেন। তারপর তাৎক্ষনিক প্রতিক্রিয়া শেষে সোজা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চলে আসলেন। এসেই প্রশ্নের মুখোমুখি- আচ্ছা সকালে টস জিতলে আপনি কী করতেন? ব্যাটিং, না বোলিং? একই প্রশ্নে তাৎক্ষনিক প্রতিক্রিয়াও দিয়ে এসেছেন। তাই সময় লাগলো না বেশি। বলে দিলেন, কি আর বলবো- গুড টস টু লুজ। ক্রিকেটীয় পরিভাষায় বহুল প্রচলিত উক্তি। কোন উইকেটের চরিত্র বা আচরণ সম্পর্কে পরিষ্কার ধারনা না থাকলে অনেক সময় অধিনায়করা চান টস হারতে। কারণ তার জানা নেই, উইকেট কেমন। ব্যাটিং না বোলিং সহায়ক? তা নিয়ে যত সংশয়-সন্দেহ, সিদ্ধান্তহীনতা। তখন অধিনায়ক ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বসে থাকেন। তারপর টস জেতা প্রতিপক্ষ অধিনায়কের সিদ্ধান্ত ভুল প্রমাণ হলে তখন ওই টস হারা অধিনায়ক বলেন, গুড টস টু লুজ। মানে টস হারাটা ভালই হয়েছে। আজকের খেলার পর এ কথাটি ঘুরিয়ে ফিরিয়ে বললেন উপুল থারাঙ্গা। কারণ সকালে টস হারের পর তাৎক্ষণিকভাবে তার মুখ দিয়েও বেরিয়ে গিয়েছিল, আমিও হয়ত টস জিতলে বোলিংই করতাম। কিন্তু দিন শেষে যখন দেখা গেল বাংলাদেশ অধিনায়ক মাশরাফি টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে হেরেছেন, তখন তার মনে হয়েছে তাহলে টস হারাটাই ভাল হয়েছ। এমন কথা বলার পাশাপাশি লঙ্কান অধিনায়কের মুখ থেকে আরও একটি তথ্য বেরিয়ে আসলো, তার এখন মনে হচ্ছে ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটাও ছিল বড় ভুল। আজ প্রেস কনফারেন্সে প্রশ্ন উঠলো, আপনার কি মনে হয় বাংলাদেশ অধিনায়ক টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন? তখন থারাঙ্গা প্রথম ম্যাচের প্রসঙ্গ টেনে বললেন, আসলে আমিও প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ভুল করেছিলাম। আজ মাশরাফিও অমন ভুল করেছেন। বিনয়ী থারাঙ্গা অবশ্য এ কথাটি আর বলেননি। সেটা উহ্য থেকে গেছে। লঙ্কান অধিনায়কের ধারণা, প্রথম উইকেটে তার আর দানুশকা গুনাথিলাকার ৭৬ রানের জুটিটা এ ম্যাচে শ্রীলঙ্কার শুভ সূচনায় রেখেছে কার্যকর অবদান। এছাড়া থিসারা পেরেরার শেষ দিকে হাত খুলে খেলা ৫২ রানের ইনিংস এবং দুই পেসার নুয়ান কুলাসেকেরা, সুরাঙ্গা লাকমালের প্রথম স্পেলটিই তার দলের জয়ের পিছনে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। থারাঙ্গা অমন ভাবতেই পারেন। তার আর গুনাথিলাকার প্রথম উইকেট জুুটি, শেষ দিকে থিসারা পেরেরার ঝড়ো ব্যাটিং এবং দুই পেসার কুলাসেকেরা ও লাকমালের বোলিংটাই আসলে শ্রীলঙ্কাকে জিতিয়ে দিয়েছে। ছোট্ট পরিসংখ্যান সে কথাই জানান দিচ্ছে। প্রথম ১০ ওভারে শ্রীলঙ্কার রান বিনা উইকেটে ৭৬। আর বাংলাদেশ প্রথম ৩.৩ ওভারে ১১ রানে তিন উইকেট হারিয়ে সেই যে ব্যাকফুটে চলে গিয়েছিল, আর সামনে আগানো সম্ভব হয়নি। এটাই যে আজকের ম্যাচের ব্যবচ্ছেদ! আর/১৭:১৪/০১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nLMtzn
April 02, 2017 at 05:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top