নিজে গোল করছেন; গোল করাচ্ছেন অপরকে দিয়েও। জাতীয় দল ব্রাজিলে যেমন উড়ছেন; আলো ছড়াচ্ছেন বার্সেলোনার হয়েও। নেইমারের এই পারফরম্যান্স দেখে অনেকে তার হাতে ব্যালন ডিঅর দেখছেন খুব শিগগিরই। হ্যাঁ, নেইমারও ব্যালন ডিঅর জিততে চান। তবে তাড়াহুড়া নেই। মানে, এখনই নয়; নিজেকে ওই পুরস্কারের যোগ্য প্রমাণ করেই বর্ষসেরা পুরস্কারটা হাতে নিতে চান এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ২০১৫ সালে ব্যালন ডিঅর জয়ের তালিকায় শীর্ষ তিনে স্থান করে নিয়েছিলেন নেইমার। সেবার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর তৃতীয় হয়েছিলেন। সামনে আর তৃতীয় নম্বর হতে চাইবেন না। নিজেকে এক নম্বর হিসেবেই প্রতিষ্ঠিত করতে চাইবেন। নেইমারের ভাষায়, ব্যালন ডিঅর জেতা আমার লক্ষ্য। এটা আসনে ব্যক্তিগত বিজয়। কিন্তু তাড়াহুড়া করছি না। ফুটবলে আসলে ব্যক্তিগত অর্জন আমার কাছে মুখ্য নয়। আনন্দের জন্য খেলি। আমি আমার সতীর্থ ও দলকে সাহায্য করতে চাই। যদি সব কিছুই ভালো যায়, তাহলে ব্যক্তিগত পুরস্কারও ভাণ্ডারে জমা হয়। আর/১৭:১৪/০১ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nugGjz
April 02, 2017 at 05:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন