কলকাতা, ১৭ এপ্রিল- বিধানসভা নির্বাচনের সময়ে ২০১৬-র মার্চ মাসে যখন নারদ টিভির ফুটেজ প্রকাশ্যে আসে তখন জাল বলেছিল তৃণমূল কংগ্রেস। এর পরে দফায় দফায় বয়ান বদলায় তৃণমূল কংগ্রেস। কোনও ভাবেই আটকানো গেল না। নারদকাণ্ডে বিপদ এসেই গেল। দুর্নীতি দমন আইনে দলের এক ডজন নেতার বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। এঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলাও করা হয়েছে। জানা গিয়েছে, আরও কয়েক জন নেতার বিরুদ্ধেও এফআইআর করছে সিবিআই। যাঁদের ছবি দেখা যায়নি ভিডিওতে কিন্তু অডিও ক্লিপিংস থেকে জানা গিয়েছে তাঁরাও এই ষড়যন্ত্র ও ঘুষকাণ্ডে জড়িত। এই খবর জানার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, যাঁদের বিরুদ্ধে এফআইআর তাঁরা নিশ্চয়ই যা যা করা দরকার তা করবেন। দলও যা করার করবে। তবে এই এফআইআর-কে শুধু সাদামাটা চোখে দেখলে চলবে না। বিধানসভা নির্বাচনের সময়ে ২০১৬-র মার্চ মাসে যখন নারদ টিভির ফুটেজ প্রকাশ্যে আসে তখন জাল বলেছিল তৃণমূল কংগ্রেস। এর পরে দফায় দফায় বয়ান বদলায় তৃণমূল কংগ্রেস। বয়ান বদলান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পর্বের মধ্যেই কার্যত ওই ফুটজকে সত্য বলে মেনে নেয় তৃণমূল। এক নজরে একবার দেখে নেওয়া যাক তৃণমূলের ভোল-বদল। মুখ্যমন্ত্রীর বয়ান-বদল। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চ্যালেঞ্জ করে বলছি, বিদেশি টাকায় এই অপারেশনটার নাম করে একটা ব্লু-প্রিন্ট তৈরি হয়েছে। যে লোকটিকে দিয়ে করানো হয়েছে, সেই ভদ্রলোক আগেও এরকম একটা করেছিলেন। তারপর তিনি নিজে গ্রেফতার হয়েছিলেন বলে শুনেছি। সুতরাং তাঁর কোনও ক্রেডিবিলিটি নেই। এটা আদৌ সত্য ঘটনা কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। ঘটনাটা তো সাজানো! বিধানসভা ভোটের সময়ে ফের মমতা বলেন, যদি কেউ কাউকে টাকা দিয়েছে কাজ করার জন্য, যে দিয়েছে সে-ও অন্যায় করেছে! এখানেই শেষ নয়, পরে মমতা এমনও বলেন যে, একটা সংসারে যদি ২০ জন লোক থাকে, একটা মায়ের পক্ষে ২০ জনকে সামলানো নাও সম্ভব হতে পারে। তাই বলে সংসারটা খারাপ এটা আমি বিশ্বাস করি না। এখানেই না থেমে মমতা বলেন, একজন দুজন দুষ্টু থাকতেই পারে তা বলে এটা বলা যাবে না যে তৃণমূল দলটাই খারাপ দল। পরে আরও নরম হয়ে নির্বাচনী প্রচারে মমতা বলেন, যদি মনে করেন আমি চোর, ভোট দেবেন না! চাই না! মানুষ না চাইলে থাকব না! আর/১০:১৪/১৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nVyo3L
April 18, 2017 at 05:38AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন