বিশ্বনাথে একইদিনে দুটি পক্ষের পাল্টা-পাল্টি মিছিলের আহবান,উত্তেজনা

index-16

মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রতিবাদে বিশ্বনাথে দুটি পক্ষ একই দিনে পাল্টা-পাল্টি মিছিলের আহবানের ডাক দিয়েছে। বিশ্বনাথ উপজেলা আ.লীগ নেতা ও দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিনসহ অন্যান্য নেতৃবৃন্দের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আগামী বুধবার বেলা ২টায় উপজেলা সদরের মিছিলের ডাক দিয়েছেন বিশ্বনাথ আ.লীগ ও সহযোগি সংগঠনের একাংশের নেতৃবৃন্দ।

অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ অন্যান্য নেতৃবৃন্দের ওপর তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে আগামী বুধবার বেলা ৩টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ আরামবাগ বক্ল সেচ্ছাসেবকলীগ-যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে মিছিলের ডাক দেয়া হয়েছে।  উভয় পক্ষই যথা সময়ে মিছিল করতে অনড়। এতে উভয় পক্ষই মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পাল্টা-পাল্টি মিছিল আহবানের ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে। এতে উপজেলাবাসী আতংকে রয়েছেন।

এব্যাপারে আরামবাগ বক্ল যুবলীগ নেতা সুন্দর আলী রুহুল  বলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের ওপর মামলার প্রতিবাদে আগামী বুধবার বেলা ৩টায় মিছিল অনুষ্ঠিত হবে। এতে দলের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান জানান তিনি।

আ.লীগ নেতা ও দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রতিবাদে আগামী বুধবার বেলা ২টায় উপজেলা সদরের মিছিল অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে মিছিল অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, বিশ্বনাথ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পিএস কবিরুল ইসলাম কবিরসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিশ্বনাথ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন। ‘ফেসবুকে’ কটুক্তিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় ২০০৬ সালের ৫৭ ধারায় ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে’ ৬ এপ্রিল সিলেট আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আদালতের আদেশের প্রেক্ষিতে ১০ এপ্রিল বিশ্বনাথ থানায় রুজ্জু হয় (মামলা নং ৫) এবং আদালতে দায়েরকৃত মামলার সিআর নং ১০৮/১৭।

অপরদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এর ৫৭ ধারায় সিলেট আদালতে পাল্টা মামলা দায়ের করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। গত বুধবার সকালে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাঁকন দে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে এফআইআর রুজুক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দিতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। আদালতের আদেশের প্রেক্ষিতে গত বুধবার বিশ্বনাথ থানায় রুজ্জু হয় মামলা।

মামলার আসামিরা হলেন-বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা ও দেওকলস ইউপির  সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবদুল মুকিত, সাবেক সহ-প্রচার সম্পাদক বশির আহমদ,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, দৌলতপুর ইউপি আ.লীগ নেতা জাহেদ তালুকদার, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, রুহেল খান।

এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এর ৫৭ ধারায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বাদি হয়ে দায়েরকৃত মামলাটির যাবতীয় ডকুমেন্ট ভুয়া ও মিথ্যা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার (১৩এপ্রিল) সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলি আদালতে আরেকটি অভিযোগ দায়ের করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও দেওকলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন।

দায়েরকৃত মামলায় বাবুল আখতার’সহ ৭জনকে আসামী করা হয়েছে। অভিযোগের শুনানি শেষে আদালত উপরোক্ত মামলা ১৮ই এপ্রিল পুনরায় শুনানির জন্য ধার্য্য করেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nVGGso

April 17, 2017 at 11:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top