কলকাতা, ১৪ এপ্রিল- ক্রিকেটবিশ্বের তিন ফরম্যাটেই এক নাম্বর অলরাউন্ডারের নাম সাকিব আল হাসান। সাকিব এ দেশের গর্ব, এ দেশের অহংকার। এ বছরের আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকা সাকিব আল হাসানকে এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি। তাই তো সাকিবভক্তরা সাকিবের ফেসবুক পেজে অনেক ক্ষোভ প্রকাশ করেন। বলা যায় ভক্তদের লেখালেখিতে এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে ফেসবুকে। আসাদ আল লিখন নামে এক সাকিব ভক্ত লেখেন, ভাই, আপনার যদি নূন্যতম পার্সোনালিটি থাকে, তাহলে আইপিএল থেকে চলে আসেন। আমরা চাই না যে আপনি সাইড বেঞ্চে বসে থাকেন। ভাই, টাকাই সবকিছু না। আপনি ক্রিকেটের তিনটা ফরম্যাটেই এক নাম্বার অলরাউন্ডার। আপনাকে ছাড়া তো কোন দলেরই স্কোয়াড করার কথা নয়। ভাই পরবর্তী বছরে কলকাতা নাইটরাইডার্স থেকে চলে আসেন। আমরা চাই না আপনি সাইড বেঞ্চে বসে থাকেন। মোহাইমিনুল ইসলাম নামে সাকিবের এক অন্ধ ভক্ত লেখেন, ভাই, আপনি দয়াকরে কেকেআর ছেড়ে দিবেন। সামনের আইপিএল এ অন্য কোন দলে চলে যান। অনেক অবহেলা সহ্য করছেন। আপনি নিজেও জানেন অন্য কোন দলে থাকলে আপনি প্রধান খেলোয়াড় হয়ে খেলতেন। আমরা আপনার ভক্তরা তাছাড়া মানববন্ধন এ যাব। সালাউদ্দিন শুভ নামে এক ভক্ত লেখেন, ভাই, আইপিএল এ কেকেআর বাদ দিন। আপনাকে এভাবে বসাইয়া রাখছে। বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার এভাবে মাঠের বাইরে থাকবে! অন্য দলে যান। আমরা এ অপমান সহ্য করতে পারছিনা। মাজহারুল আল আশিক লেখেন, ভাই বিশ্বের যে কোন টিমের একাদশে স্থান পাওয়ার মত প্লেয়ার আপনি। আর আপনাকেই সাইড বেঞ্চে বসাইয়া ২য় স্তরের ক্রিকেটারকে একাদশে রাখে? এর চেয়ে দেশে এসে ঢাকা প্রিমিয়ার লীগ খেলেন ভাই। আপনাকে সাইড বেঞ্চে বসে থাকা দেখলে সহ্য হয়না। কাজী সুমন আহমেদ লেখেন, সাকিব তুমি বাংলার অহংকার, তোমাকে যখন তারা উপেক্ষিত রাখে তুমি চলে এসো, নিজের প্রতিভা তুলে ডি পি এল এ, সামনে দেখবে অনেক ক্লাবে তোমাকে টানবে, পরামর্শটা দিলাম তোমার এক খুদে ভক্ত হিসেবে। সোহেল রানা সাগর নামে একজন আবেগী ভক্ত লেখেন, তুমি এক নাম্বার আর কলকাতা তোমাকা কে ছাড়া ক্রিকেট খেলছে, তোমাকে নয় পুরো বাংলা দেশকে আপমান করছে। জাতীয় টিম কে অপমান করছে। টাকার চেয়ে দেশ বড় তোমার কাছে?? মো. সোহাগ হোসেন অভি লেখেন, সাকিব ভাই, আইপিল খেলা বাদ দিয়ে আপনি ঢাকা ডিভিশন লীগ খেলতে পারেন। কারণ আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক আপনাকে দলে প্রায়োজন মনে করছে না। তাই আপনি চলে এসে ঢাকা লীগ এ গাজী গ্রুপ দলে যোগ দিয়ে অধিনায়কের দায়িত্বটা গ্রহণ করে শিরোপা জয় লাভ করেন। আপনি কলকাতা নাইট রাইডার্স দলে পরবর্তী আইপিএলে পরিবর্তন করবেন। কলকাতা দলের অধিনায়ক গাম্বীর একটা ফালতু অধিনায়ক। সে বাঙালি ক্রিকেটার কে দেখতে পারে না।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oyHl1Q
April 15, 2017 at 03:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top