দৈনিক চাঁপাই দর্পণ এর ৪র্থবর্ষে পদার্পণ

নান আয়োজনের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে পালিত হয়েছে। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব চত্বরে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম।
দর্পণ উপদেষ্টা পরিষদের আয়োজনে দর্পণ উপদেষ্টার সদস্য এ্যাড. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, এনএসআই’র উপ-পরিচালক শামসুজ্জোহা,  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক জোনাব আলী, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, সাংবাদিক শহীদুল হুদা অলক, সাব্বির আহমেদ, এনামুল হক তুফান, মুক্তিযোদ্ধা ইব্রাহীম। স্বাগত বক্তব্য রাখেন চাঁপাই দর্পণ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা। শেষে জন্মদিনের কেক কাটেন অতিথিরা। চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডট কমের পক্ষ থেকে চাঁপাই দর্পণের সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৪-১৭



from Chapainawabganjnews http://ift.tt/2ouzyAB

April 14, 2017 at 09:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top