পরপর টানা দু ম্যাচে জয় কেকেআর-এর

কলকাতা, ১৫ এপ্রিলঃ ঘরের মাঠেই সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে পরপর দুটি ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দরাদের সংগ্রহ ৬ উইকেটে ১৫৫ রান। চারটি ম্যাচের তিনটিই নিজের পকেটে পুরে নিল কেকেআর। প্লেয়ার অফ দ্যা ম্যাচ রবিন উথাপ্পা।

৬ উইকেট হারিয়ে ১৭২ রান করে কলকাতা নাইট রাইডার্স। রবিন উথাপ্পা (৬৮), মণীষ পাণ্ডে (৪৬) ছাড়া প্রথম লাইনআপের কোনো ব্যাটসম্যনই ভালো রান পাননি আজ।

জবাবে সানরাইজার্স হায়দরাবাদ ভালো শুরু করলেও পরপর উইকেট পতন খেলার ভীত ভেঙে যায়। শিখর ধবন (২৩), ডেভিড ওয়ার্নার (২৬) ও মোজেস হেনরিকস (১৩), যুবরাজ সিংহরা (২৬) রান করে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন দলকে। তবুও শেষরক্ষা হয়নি।



from Uttarbanga Sambad http://ift.tt/2nOYfKW

April 15, 2017 at 08:34PM
15 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top