ইসলামাবাদ, ১৫ এপ্রিলঃ ফের সরব শান্তির জন্য নোবেল বিজয়ী পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাহি। পাকিস্তানের ২৩ এর বয়সী সাংবাদিকতার ছাত্র মাশাল খানকে পিটিয়ে খুন করার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান মালালা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে তিনি মৃত ছাত্রের বাবার প্রতি সমবেদনা জানান এবং বিভিন্ন সংগঠন এবং পাকিস্তানের রাজনৈতিক দলগুলির কাছে আর্জি জানান যাতে সেই ছাত্রের পরিবার ন্যায় পান।
তিনি বলেন, পুরো বিশ্বের কাছে পাকিস্তানের নেতিবাচক ভাবমমূর্তির জন্য পাকিস্তান নিজেই দায়ী। এর জন্য অন্য কাউকে দায়ী করা ঠিক নয়। ইসলাম শেখায় শান্তি ও ভালোবাসা। হিংসা নয়। পাকিস্তান ভুলে যাচ্ছে তার মূল্যবোধ ও শিষ্ঠাচার।
পুলিশ সূত্রের খবর, ১৩ এপ্রিল মাশাল খান এবং আব্দুল্লাহ ঈশ্বর সম্পর্কে অনলাইনে কটুক্তি করলে তাদের কলেজ ক্যাম্পাসের মধ্যেই টার্গেট করা হয়। দুজনকেই মারধর করা হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাশালের এবং আহত আব্দুল্লার চিকিত্সা চলছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2nP3lXp
April 15, 2017 at 08:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.