চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র জামায়াত নেতা নজরুল ইসলাম কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র জামায়াত নেতা নজরুল ইসলামকে একটি বিস্ফোরক মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ এনামুল বারী এ আদেশ প্রদান করেন।
সরকার পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জোবদুল হক ও মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রামের একটি নৈশ স্কুলে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ২১ জনকে আটক করে পুলিশ। ওই সময় ত্রিশটি ককটেল ও ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। পরের দিন পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে।
তিনি আরো জানান, চামাগ্রামের ওই বিস্ফোরক উদ্ধারের মামলায় গত ৫ এপ্রিল চার্জ গঠনের দিনে আসামি পৌর মেয়র নজরুল ইসলাম আদালতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। ওই মামলায় পৌর মেয়র নজরুল রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৪-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2oVCINq

April 09, 2017 at 09:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top