তিন তালাকের বিরোধী উপরাষ্ট্রপতি জায়া

আলিগড়, ৯ এপ্রিলঃ তিনবার তালাক বললে কখনও বিবাহ বিচ্ছেদ হয় না। তিন তালাকের বিরুদ্ধে অবস্থান নিয়ে এমনই মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি। আলিগড়ে এক দাতব্য প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘তিন তালাক কোনো বিষয় নয়। কেউ তিনবার তালাক বললেই বিবাহ বিচ্ছেদ হতে পারে না।’ কোরানে কোথাও তিন তালাকের কথা বলা নেই জানিয়ে মুসলিম মেয়েদের কোরান পড়ারও আবেদন জানিয়েছেন উপরাষ্ট্রপতি জায়া। তাঁর কথায়, ‘মৌলবিরা যা বলেন আপনারা সেটাই সত্যি ভাবেন। আপনারা আরবি ভাষায় কোরান পড়ুন, কখনও অনুবাদ পড়বেন না। মেয়েদের কোরান পড়া উচিত, শরিয়ত কী বলছে জানা উচিত। কাউকে অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়।’

উল্লেখ্য, তিন তালাক প্রথা বর্তমানে সুপ্রিমকোর্টে বিচারাধীন। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে অধিকাংশ মুসলিম মহিলা এই প্রথা বন্ধের দাবি জানিয়েছে। তবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড, মৌলবিরা এই প্রথা চালু রাখার পক্ষে সওয়াল করেছে। তাদের মতে, তিন তালাক প্রথা কোরানের অংশ। তাই এর পরিবর্তন করা চলবে না। এর মধ্যে উপরাষ্ট্রপতির স্ত্রীর এহেন মন্তব্য বিতর্কের আগুনে ঘৃতাহুতি করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



from Uttarbanga Sambad http://ift.tt/2oT511M

April 09, 2017 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top