ভারতে ইউরেনিয়াম সরবরাহ করতে পারে অস্ট্রেলিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিলঃ ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অন্যতম রসদ ইউরেনিয়াম সরবরাহ করতে পারে অস্ট্রেলিয়া। যদিও এই বিষয়ে এখনও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে বছর তিনেক আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ভারতের সঙ্গে একটি অসামরিক পারমাণবিক চুক্তি করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরই ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করার বিষয়টি অস্ট্রেলিয়া পার্লামেন্টে পাস হয়ে গিয়েছে। এখন কেবল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা। ভারতে ইউরেনিয়াম সরবরাহের ব্যাপারে টার্নবুলের যে আপত্তি নেই তা তাঁর কথাতেই স্পষ্ট। সিডনিতে এক অনুষ্ঠানে টার্নবুল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভারত সফরে তিনি শক্তি, শিক্ষা এবং বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া ভারতের পারমাণবিক বিদ্যৎকেন্দ্র এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অস্ট্রেলিয়া কাঁচামাল সরবরাহ করতে পারে।

সূত্রের খবর, আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন ম্যালকম টার্নবুল। তখনই ইউরেনিয়াম সরবরাহের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টার্নবুলের চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রেও দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে।



from Uttarbanga Sambad http://ift.tt/2oK72xG

April 07, 2017 at 11:36PM
07 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top