বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে শিশুদের ঝগড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৫০জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের আবুল খয়ের লালা মিয়া ও আবদুর রকিব লেছু মিয়ার লোকজনের মধ্যে এঘটনা ঘটে।
এসময় হামলায় বাড়ি-ঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ২৫জনকে আটক করতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাতেই থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তি বাদি হয়ে আটককৃত ২৫জনের নাম উল্লেখ করে আরও ৭০/৮০জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন–উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে এবাদুর রহমান (৪৫), সামছুল হকের ছেলে গোলাম মওলা (৩২), মৃত গোলাম আজাদের ছেলে সুমন আহমদ (২৬), মিছবাহ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩), ইউসুফ আলীর ছেলে আক্তার আলী (২৮), মইজ উদ্দিনের ছেলে সোমেল আহমদ (২০), মৃত জিয়া উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন (৩৩),সুনাম উদ্দিনের ছেলে আবু সাইফ (২৩), নুরুল হকের ছেলে তানভির আহমদ (২০), ফরিদ উদ্দিনের ছেলে আলী আকবর (২৩), কমরু মিয়ার ছেলে খসরু মিয়া (৩৮), মৃত তছির আলীর ছেলে হামিদুল হক (৩০),মৃত মনু মিয়ার ছেলে সাইফুল আলম (২৮), ছাইনুল হকের ছেলে উকিল আলী (২৬), কালা মিয়ার ছেলে রহমত উল্লাহ (২২), মইজ উদ্দিনের ছেলে সোয়েব আলী (২০), আসাব উদ্দিনের ছেলে আবুল কাশেম (২৮), মৃত জমসেদ আলীর ছেলে আবদুল্লাহ (৩৯), বোরাক উদ্দিনের ছেলে ফজর আলী (৩২), সুন্দর আলীর ছেলে গোলাম আমজদ (৩২), তুরকান উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩০), চান্দন আলীর ছেলে সুমন (১৮), উপজেলার সোনাপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে আবদুর রহমান (৩২), চন্দ্রগ্রাম গ্রামের মৃত সতেন্দ্র মহন করের ছেলে সুরঞ্জিত কর (২৮), সিলেট জালালাবাদ থানার ফতেহপুর গ্রামের আবদুল ওহাবের ছেলে ফয়ছল আহমদ (২৮)। গতকাল শুক্রবার আটককৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ।
জানাগেছে, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মির্জাগাঁও গ্রামের ফয়জুল হক ও আবদুস শুকুরের ছেলের মধ্যে ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ৮টায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে পুলিশসহ অনন্ত ৫০জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আশাপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার পরিস্থিত কিছুটা শান্ত রয়েছে। সংঘর্ষের বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী।
থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩৮ রাউন্ড গুলি বর্ষণ করে। ঘটনাস্থল থেকে ২৫জনকে আটক করা হয়েছে। পুলিশ বাদি হয়ে মামলা দায়ের হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2o6cSWZ
April 07, 2017 at 11:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন