৩ নম্বর বরোয় জিতল তৃণমূল

শিলিগুড়ি, ১১ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের ৩ নম্বর বরোর নির্বাচনে টসে জিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন তৃণমূলের নিখিল সাহানি। এদিন বাম এবং তৃণমূল দুই তরফেই পাঁচটি করে ভোট পড়ে। টাই হওয়ায় টসে এই নির্বাচনের ফল ঘোষণা হয়।  প্রসঙ্গত, এই বরোর অধীনে তৃণমূলের ৪ জন, বামেদের ৪ জন এবং কংগ্রেজের ২ জন রয়েছেন। অভিযোগ, কংগ্রেসের ২ কাউন্সিলারকে বামপ্রার্থীকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করা হলেও ক্রস ভোটিংয়ের জেরে তৃণমূল প্রার্থী রেবিয়ে যান।    



from Uttarbanga Sambad http://ift.tt/2nZEco3

April 11, 2017 at 07:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top