নতুন মোড়কে জিও, এবার ধনা ধন অফারের সঙ্গে

নয়াদিল্লি, ১১ এপ্রিলঃ ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী জিও সামার সারপ্রাইজ অফার তুলে নেওয়ার পর ফের নতুন অফার আনল জিও। বলা ভালো, নতুন মোড়কে পুরনো অফার, নাম জিও ধনা ধন অফার।

এই অফারে উপভোক্তা পাবেন, তিন মাসের জন্য আনলিমিটেড ফ্রি ডেটার সঙ্গে ফ্রি এসএমএস এবং জিও অ্যাপস্-এর ফ্রি সাবসক্রিপশন। এই অফারের আওতায় ৩০৯ এবং ৫০৯ টাকার রিচার্জে মিলবে যথাক্রমে ১জিবি এবং ২ জিবি ৪জি ডেটা তিনমাসের জন্য প্রতিদিন। একবার এই রিচার্জের পর ভ্যালিডিটি পাওয়া যাবে ৮৪(৩*২৪) দিনের জন্য। রিলায়েন্স জিও-র ওয়েবসাইটে এখনও এই সুবিধা গ্রহণের সময়সীমা বেধে দেওয়া হয়নি। তবে জিও সামার সারপ্রাইজের থেকে সামান্য এক্সপেনসিভ হলেও মোটামুটি একইরকম সুবিধা পাবেন উপভোক্তারা।

জিও ধনা ধন অফার শুধুমাত্র সেইসব গ্রাহকদের জন্য, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে সামার সারপ্রাইজ অফারের সুযোগ নিতে পারেননি। কিন্তু এই নতুন অফার পেতে গ্রাহকদের অবশ্যই জিও প্রাইমে আপগ্রেড হতে হবে। কিন্তু যারা জিও সামার সারপ্রাইজের অফার পেতে সক্ষম হয়েছেন তারা এই অফারের সুযোগ পাবেননা।



from Uttarbanga Sambad http://ift.tt/2onE3OI

April 11, 2017 at 07:10PM
11 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top