মুম্বাই, ১৬ এপ্রিল- মুক্তির আগেই বলিউড মাতাচ্ছে বাহুবলী ২। আসছে ২৮ এপ্রিল ভারতের নানা প্রেদেশে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। শুরু থেকেই ছবিটিকে ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ছিলেন ছবির প্রযোজকরা। গোটা বিশ্বও যেন সাক্ষী হয়ে থাকে এই কনক্লিউশন পার্টের। সারা বিশ্ব যেন জানতে পারে কাটাপ্পা কেন বাহুবলীকে মারল? অবশেষে সেই লক্ষেই যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডের সিনেমা হলে বাহুবলী ২ চলবে। ছবিটি মুক্তি দেয়া হবে ইউরোপ-আমেরিকার নানা দেশেও। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবিটির ডিস্ট্রিবিউটর সিনেস্তান এ এ। এর কর্মকর্তারা বেশ খুশি এই ছবিকে বিশ্বব্যাপী ডিসট্রিবিউট করতে পেরে। এই প্রতিষ্ঠান মূলত কোনো ভারতীয় ছবিকে বিদেশের সিনেমা হলে ডিসট্রিবিউট করে থাকেন। শুধু তাই নয় যে কোনো দেশের আঞ্চলিক ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে এরা গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছে দেন। সিনেস্তান এ এ ডিস্ট্রিবিউটরসের দৌলতে আমেরিকা, অস্ট্রেলিয়া, আরব, কানাডার দর্শকও এবার বাহুবলী ২ দেখতে পাবেন। আর/১৭:১৪/১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oAx5oi
April 17, 2017 at 12:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top