নয়াদিল্লি, ১৭ এপ্রিলঃ কাশ্মীরে গাড়ির সামনে এক যুবককে বেঁধে ’মানব ঢাল’ হিসাবে ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছে সেনাবাহিনী। কিন্তু নিরাপত্তারক্ষীদের এই কাজকে সমর্থনই করছে কেন্দ্র ও রাজ্য সরকার। চরম পরিস্থিতিতে এই পদ্ধতি ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলেই দাবি প্রসাসনের কর্তাব্যক্তিদের। সেনার তরফে তদন্ত করে জানা গিয়েছে, ৯ এপ্রিল পরিস্থিতির চাপে পড়েই কম্যান্ডিং অফিসার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। জানা গিয়েছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, রাজ্য সরকারের কয়েকজন স্থানীয় কর্মী, ৯-১০জন আইটিবিপি জওয়ান জম্মু-কাশ্মীর পুলিশের কয়েকজন আধিকারিক ও একজন বাস ড্রাইভারের। কিন্তু রাস্তা তো বটেই, আশপাশের বাড়িগুলির ছাদে বহু মানুষ, পাথর ছোঁড়ার জন্য রীতিমতো ‘পোজিশন’ নিয়েছিল। তাই পাথরবৃষ্টির হাত থেকে বাঁচতেই স্থানীয় একজনকে সেনার জিপের সামনে বাঁধা হয়, তারপর তাকে ঢাল করেই ওই এলাকা পেরোয় ওই সেনা-পুলিশ ও আধিকারিকের দল। রাজ্য ও কেন্দ্রীয় সরকার মনে করছে, কাশ্মীর উপত্যকায় কিছু সংগঠন সেনাবাহিনীকে অহেতুক রাজনৈতিকভাবে টারগেট করছে। সোমবার সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করবেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি , সেখানে মানব ঢাল ব্যবহার করার বিষয়টি নিয়ে তিনি বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, যুবককে গাড়ির সামনে বেঁধে ঘোরানোর ভিডিওটি প্রকাশ করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তারপরেই সমালোচনার ঝড় ওঠে। সেনার বিরুদ্ধে সরব হয় বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি।
from Uttarbanga Sambad http://ift.tt/2oOtq8v
April 17, 2017 at 03:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন