চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে আঙ্গুর (৩৫) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আঙ্গুর শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মোহাম্মদ হেনার ছেলে। সোমবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়াউর রহমান এই দন্ডাদেশ প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও এপিপি আঞ্জুমানারা বেগম জানান, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর শিবগঞ্জের মনাকষা মোড়ে পুলিশের নিয়মিত টহলের সময় তল্লাশী চালিয়ে ১টি পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ আঙ্গুরকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানায় পুলিশ অস্ত্র আইনে মামলা দায়ের করে।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুস সবুর ওই বছরের ৩১ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানী ও স্বাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-১৭
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও এপিপি আঞ্জুমানারা বেগম জানান, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর শিবগঞ্জের মনাকষা মোড়ে পুলিশের নিয়মিত টহলের সময় তল্লাশী চালিয়ে ১টি পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ আঙ্গুরকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানায় পুলিশ অস্ত্র আইনে মামলা দায়ের করে।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুস সবুর ওই বছরের ৩১ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানী ও স্বাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2nTTOOJ
April 17, 2017 at 03:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন