মুন্সি সাগর ● তিতাস উপজেলার বহু আলোচিত সমালোচিত জিয়ারকান্দি ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা বিরতীহীন ভাবে ভোট গ্রহন চলে। তবে ইউনিয়নের ৯টি কেন্দ্রেই পুরুষ ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।
অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন দুইজন, তারা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের কোষাধক্ষ্য বিশিষ্ট ব্যবসায় আলহাজ্ব আলী আশরাফ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম সারওয়ার সরকার (আনারস)।
এদের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী আল হাজ্ব আলী আশরাফ (নৌকা) ৭৯১৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র গোলাম সারওয়ার পেয়েছেন ২৬৬৯ ভোট।
কিন্তু দুপুর ২টায় স্বতন্ত্র প্রার্থী সারওয়ার জিয়ারকান্দিস্থ তার নিজ বাসভবনে লিখিত বক্তব্যে সাংবাদিকদের সামনে নির্বাচনের বিভিন্ন অনিয়ম তুলে ধরে নির্বাচন বর্জন করেছেন।
from ComillarBarta.com http://ift.tt/2plSHrh
April 16, 2017 at 06:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন