গ্রামীন মানুষের আইনি সচেতনতা বাড়াতে উদ্যোগ কোচবিহারের তরুণবাবুর

নয়াদিল্লি, ৩০ এপ্রিলঃ গ্রামীন গরিব মানুষদের আরও বেশি করে আইনি পরিসেবা পৌঁছে দিতে দিল্লির এ পি সিন্ধু অডিটেরিয়ামে প্যারা লিগাল ভলেন্টিয়ারদের (পিএলভি) ন্যাশনাল মিট চলছে। কোচবিহার জেলা থেকে এতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তরুণ চক্রবর্তী।

কোচবিহার জেলা আইনি পরিসেবা কমিটির উদ্যোগে পিএলভি হিসাবে তরুণবাবু কোচবিহার জেলায় গ্রামীন মানুষদের কাছে আইনি পরিসেবা পৌঁছে দেওয়ার কাজ করছেন।

শনিবার সারা দেশের পিএলভিদের নিয়ে আইনি সচেতনার প্রসার অনুষ্ঠানের সূচনা করেন মূখ্য বিচারপতি জে এস খেহার। উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। কোচবিহারের পিএলভি তরুণ চক্রবর্তী ছাড়াও আরও ৬ জন এরাজ্যের প্রতিনিধি অংশ নিয়েছেন। রবিবার শেষ হবে পিএলভিদের নিয়ে এই ২ দিনের জাতীয় এই কর্মশালা।



from Uttarbanga Sambad http://ift.tt/2piDEO7

April 30, 2017 at 12:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top