মুম্বাই, ৩০ এপ্রিল- মুক্তির পরেই বাহুবলী টুর রেকর্ড। প্রথম রেকর্ড হলো, ভারতের ৬ হাজার ৫০০ পর্দায় মুক্তি দেয়া হয়েছে বাহুবলী টু: দ্য কনক্লুশন। মুক্তির প্রথমদিনই ছবিটির আয় ১শ কোটি। এযাবতকালে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সিনেমা মুক্তির প্রথমদিন একশ কোটি আয়ের কাছাকাছি যেতে পারেনি কোনো চলচ্চিত্র। শুক্রবার এসএস রাজমৌলির পরিচালনায় নির্মিত বাহুবলী: দ্য কনক্লুশন মুক্তি পেয়েছে। আর মুক্তির সঙ্গে সঙ্গে আগেকার সব রেকর্ড ভেঙে প্রথমদিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়ে ফেলেছে বাহুবলী টু। এর আগে ২০ কোটি ৪২ লাখ রুপি নিয়ে মুক্তির প্রথমদিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ছিল শাহরুখের রইস এর। উল্লেখ্য, ২০১৫ সালে নির্মিত বাহুবলী: দ্য বিগিনিংর দ্বিতীয় পর্ব বাহুবলী: দ্য কনক্লুশন। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, প্রভাষ, আনুশকা শেঠি, রানা দাগ্গুবতি ও সত্যরাজসহ অনেকে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oXos6D
April 30, 2017 at 06:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন