ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ভারতীয় মহিলাকে হেনস্তা, রিপোর্ট তলব বিদেশমন্ত্রীর

নয়াদিল্লি, ২ এপ্রিলঃ জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে এক ভারতীয় মহিলাকে তল্লাশির নামে হেনস্তা করার অভিযোগের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। জার্মানিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রবিশ কুমারের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালেন বিদেশমন্ত্রী।

শ্রুতি বাসাপ্পা নামে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানান, তিনি বেঙ্গালুরু থেকে আইসল্যান্ডে যাচ্ছিলেন। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে তল্লাশির জন্য তাঁকে পোশাক খুলতে বলেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। কয়েকবার অনুরোধ করলেও কোনো লাভ হয়নি। এরপর তাঁর স্বামী ঘটনাস্থলে এলে সুর বদলায় নিরাপত্তারক্ষীরা।

এই ঘটনা মেনে নিতে পারেননি শ্রুতি। এই ঘটনাটি বিস্তারিত লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এই পোস্টকে ঘিরেই শুরু হয় বিতর্ক।



from Uttarbanga Sambad http://ift.tt/2owaCZ1

April 02, 2017 at 12:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top