মুম্বাই, ০২ এপ্রিল- তৃতীয়বারের মত জুটি বাধলেন শাহরুখ খান ও আনুশকা শর্মা। ইমতিয়াজ আলির এই ছবির পোস্টার প্রকাশ পেয়েছিল কয়েকদিন আগে। মজার ব্যাপার, ছবির পোস্টারে ছিল না ছবির নাম। যদিও ছবিটিকে দ্য রিং নামেই ডাকা হচ্ছিল। তবে এই নাম যে থাকবে না, তা অনেক আগেই জানা ছিল। এরপর বলা হয়েছিল, ছবি নাম রেহনুমা। কিন্তু আবারও বদলে গেল শাহরুখ-আনুশকার ছবিটির নাম। আর মাত্র কয়েকমাস বাকি ছবিটি মুক্তির। এরমধ্যে এখনও কোন আনুষ্ঠানিক নাম নেই ছবিটির। তবে নির্মাতা সূত্রে জানা গেছে,আগের দুটি নামের কোনটিই ছবির আসল টাইটেল নয়। শোনা যাচ্ছে, ছবিটির টাইটেল রাখা হয়েছে রাউলা। যদিও এই নামের অর্থ এবং নাম বদলে যাওয়া প্রসঙ্গেও কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। টুইটারে ছবির প্রথম লুক প্রকাশ করেছিলেন বলিউডের আরেক সুপারস্টার সালমান খান। ছবির পোস্টারে নামের জায়গায় কবিতার একটি লাইন লেখা আছে। কবিতাটি পারস্যের বিখ্যাত কবি জালালউদ্দিন মোহম্মদ রুমির। রণবীর কাপুরের ছবি রকস্টার ছবিতেও এই কবির কবিতা ব্যবহার করা হয়েছিল। সালমান টুইটারে পোস্টারের সঙ্গে লিখেছেন, ছবি মুক্তির তারিখ আমি ঠিক করে দিয়েছি। নাম তোমরা ঠিক করো! ছবিতে প্যারাগুয়ের গাইডের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আনুশকা শর্মা এক টুরিস্টের ভূমিকায় অভিনয় করছেন। ছবির নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটি এই বছর ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে অতিথি চরিত্রে থাকবেন রণবীর কাপুর। তবে একই দিনে অক্ষয় কুমারের টয়লেট এক প্রেম কথা ছবিটিও মুক্তি পাবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2owsSkP
April 02, 2017 at 06:44PM
02 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top