পুনে, ২৯ এপ্রিল- আইপিএলের দশম আসরের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। তাকে দলে ভেড়াতে রাইজিং পুনে সুপারজায়ান্টকে খরচ করতে হয়েছে সাড়ে ১৪ কোটি রুপি। দামি খেলোয়াড়ের দামটা কি রাখতে পেরেছেন বেন স্টোকস? বোধ হয়, নাহ! চলতি আইপিএলে ৭ ম্যাচ খেলেছেন স্টোকস। ব্যাট হাতে নামের পাশে যোগ করেছেন ১২৭ রান। সর্বোচ্চ ৫০ রানের ইনিংস রয়েছে তার। বল হাতে নিয়েছেন ৬ উইকেট। তার কাছে দলের যতটা প্রত্যাশা ছিল, তা পূরণে অনেকটাই ব্যর্থ এই ইংলিশ অলরাউন্ডার। স্টোকসের হতাশাজনক পারফরম্যান্সের সঙ্গে যোগ হলো ইনজুরি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন তিনি। এ কারণে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে পারেননি। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও নেই তিনি। আইপিএলের বাকি ম্যাচগুলো স্টোকস খেলতে পারবেন কিনা, তা নিয়ে রয়েছে সন্দেহ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে নিয়ে শঙ্কায় রয়েছে ইংলিশ শিবির। ইংল্যান্ড দলের অন্যতম ভরসা তিনি। ওই টুর্নামেন্টে পেলেও স্টোকসের কাছ থেকে শতভাগ পাবে তো ইংল্যান্ড? সময়ই সব বলে দেবে! আর/১৭:১৪/২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oVB5yX
April 30, 2017 at 12:16AM
29 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top