স্কুল চত্ত্বরের বেহাল দশা

ঘোকসাডাঙা, ২৯ এপ্রিলঃ মাত্র ১ দিনের বৃষ্টিতে ঘোকসাডাঙা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের চত্ত্বর সহ সংলগ্ন বাজারের বেশ কিছু এলাকা জল-কাদায় পরিপূর্ণ। শনিবার সকালের এক পশলা বৃষ্টিতেই এই হাল। এখনও বর্ষা বাকি। এই জল-কাদার ওপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে পড়ুয়া সহ শিক্ষকদের। অভিযোগ, এই দুরবস্থার কথা জেনেও গ্রামপঞ্চায়েত ও স্থানীয় নেতৃবৃন্দের খেয়াল নেই সেদিকে।

বিষয়টি ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতকে জানানো হলে পঞ্চায়েত প্রধান যুথিকা বিশ্বাস জানান, খুব শীঘ্রই সমাধান করা হবে সমস্যার।



from Uttarbanga Sambad http://ift.tt/2oVMPBk

April 29, 2017 at 05:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top