‘বিএনপি ভুলে চোরাবালীতে পা দিয়ে ফাঁদে পড়েছে’

নিজস্ব প্রতিবেদক ● সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ভুলে চোরাবালীতে পা দিয়ে ফাঁদে পড়েছে, এ ফাঁদ থেকে বের হতে অবশ্যই তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে নির্মানাধীন ফুটওভার ব্রীজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমি আশা করি গত ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি যে ভুল করেছিলো সে পুরনো ভুলের পুনরাবৃত্তি আর ঘটাবে না। তিনি বলেন, জাতীয় নির্বাচনে অংশ নেয়া বিএনপির সংবিধান সম্মত গণতান্ত্রিক অধিকার, সরকার তাদের ডেকে আনতে হবে কেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে বাংলাদেশে পূর্ণ গণতন্ত্র আছে। এদিকে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানায় সরকারের কোন হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেন সেতু মন্ত্রী।

মন্ত্রী মহাসড়কের চারলেন প্রকল্পের অধীনে নির্মিত ফুট ওভার ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সড়ক ও জনপথ বিভাগ ও কুমিল্লা সড়ক বিভাগ ও মহাসড়কের চারলেন প্রকল্পের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



from ComillarBarta.com http://ift.tt/2ouCUle

April 20, 2017 at 06:33PM
20 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top