গ্রিন ট্রাইবুনালে ধাক্কা খেল প্রশাসন, খুশি পরিবেশপ্রেমী

লাটাগুড়ি ১৩ এপ্রিলঃ গাছ কাটা নিয়ে গ্রিন ট্রাইবুনালে ধাক্কা খেল রাজ্য প্রশাসন। উল্লাসিত পরিবেশ প্রেমী। ফ্লাই ওভার তৈরির স্বার্থে গাছ কাটার জন্য রাজ্য সরকারের যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি গ্রিন ট্রাইবুনালের বিচারক। আগামী ১৬ মে পর্যন্ত লাটাগুড়ির জঙ্গলে গাছ কাটার ওপর স্থগিতাদেশ জারি রেখেছে গ্রিন ট্রাইবুনাল। পাশাপাশি গাছ কাটার বিষয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে রেল, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তলব করা হবে। বৃহস্পতিবার এই রায়ের পর অকাল হোলিতে মেতে ওঠেন লাটাগুরিতে অপেক্ষারত ডুয়ার্সের পরিবেশ প্রেমীরা।



from Uttarbanga Sambad http://ift.tt/2pafIgt

April 13, 2017 at 08:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top