কালিয়াগঞ্জ, ১৩ এপ্রিলঃ প্লাস্টিকের ডিম কাণ্ড থেকে শিক্ষা নিয়ে রাজ্যকে ডিম উত্পাদনে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সরকারি ব্যবস্থাপনায় রাজ্যের প্রতিটি ব্লকে মুরগি ও হাঁসের খামাড় গড়ার উদ্যোগ নেওয়া হল। বড়ো মাপের এই মুরগি ও হাঁসের খামার গড়তে প্রতিটি ব্লকে ২-৩ একর সরকারি জমির খোঁজে জরুরি ভিত্তিতে নির্দেশ দিল রাজ্য ভুমিসংস্কার দপ্তর। গত ৭ এপ্রিল ভুমিসংস্কার দপ্তরের তরফে জমির সন্ধান দিতে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলার অতিরিক্ত জেলাশাসক(ভুমি)দের। এই নির্দেশ অনুসারে আগামী ১৭ এপ্রিলের মধ্যে প্রতি ব্লকে অন্তত ২-৩টি জমির সন্ধান জেলাশাসকের অনুমোদন সাপেক্ষে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2pasLPg
April 13, 2017 at 07:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন