জনতার হাতে ৬ জনের মহিলা চোর সিন্ডিকেট আটক

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস ও অন্যান্য পরিবহনে অভিনব কায়দায় চুরি করা ৬ সদস্যের এক মহিলা চোর সিন্ডিকেট সদস্যদের শুক্রবার নিমসার এলাকায় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মহিলা চোরেরা হলো- মোসাঃ আমিরন আক্তার (২৭) স্বামী-আজিজ, মোসাঃ আসমাখাতুন(৩০) স্বামী-কালাই মিয়া, মোসাঃ রোকসানা আক্তার (২৫) স্বামী-আব্দূল কাদের, মোসাঃ অনুফা বেগম (২০) স্বামী- জিয়াউর রহমান, মোসাঃ সাবারুন খাতুন(১৮) স্বামী-জাহাদ মিয়া, মোসাঃ শেফালী বেগম (৩৫) স্বামী- ছোরাব আলী সবাই বি- বাড়িয়া জেলার নানির নগর উপজেলার ধর মন্ডল গ্রামের বাসিন্দা।

দেবপুর ফাড়ির ইস্পেক্টর নাসির হোসেন জানান, আটককৃত চোরদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে মোসাঃ আমিরন, আসমা খাতুন, অনুফা বেগম তারা ৩ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো একাধিক মামলা রয়েছে।



from ComillarBarta.com http://ift.tt/2nTnMyi

April 07, 2017 at 11:09PM
07 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top