নাঙ্গলকোটে কালবৈশাখীর তান্ডবে উড়ে গেছে স্কুলের টিনের চালা

নাঙ্গলকোট প্রতিনিধি ● নাঙ্গলকোটে কালবৈশাখীর তান্ডবে উড়ে গেছে ঢালুয়া ইউনিয়নের চৌকুড়ি উচ্চ বিদ্যালয়ের টিনের চালা। অল্পের জন্য রক্ষা পায় ৮ম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দুপুর ১২টা আকষ্মিক কালবৈশাখীর ঝড়ে চৌকুড়ি উচ্চ বিদ্যালয়ে টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। ওই সময় ৮ম শ্রেণীর ক্লাসে ইংরেজী দ্বিতীয় পত্রের শিক্ষক নাজিম উদ্দিন পাটোয়ারী পাঠদান শেষ করে অফিসে আসেন। হঠাৎ করে কালবৈশাখী ঝড় এসে পড়লে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক ৮ম শ্রেণীর শতাধিক ছাত্র ছাত্রীকে অন্য শ্রেণীকক্ষে নিয়ে আসেন। তার কিছুক্ষণ পরে ৮ম শ্রেণীর টিনের চালা ঘুর্নিঝড়ে উড়িয়ে নিয়ে যায় প্রাণে রক্ষা পায় শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক জানান ঘুর্নিঝড়ে বিদ্যালয়ের টিনের চালা উড়িয়ে নিয়ে যাওয়ার কারণে শ্রেণীকক্ষের অভাবে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা বর্তমানে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। এ ব্যাপারে আমি বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রশাসনকে অবহিত করেছি।



from ComillarBarta.com http://ift.tt/2oaCGDe

April 07, 2017 at 11:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top