ক্যালিফোর্নিয়া, ৭ এপ্রিলঃ সেলফি তুলতে গিয়ে ৬০ ফুট নীচে পড়ে গেলেন এক যুবতি। যদিও আশ্চর্যজনকভাবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তবে, তাঁর হাতের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। সারা পৃথিবীতেই এই মুহূর্তে সেলফি তোলা নিয়ে পাগলামি চলছে। খুব উঁচু বা দুর্গম জায়গা থেকে সেলফি তুলতে গিয়ে জখম হওয়া এমনকি মৃত্যুর ঘটনাও নিয়মিত ঘটেছে। সেই তালিকারই নবতম সংযোজন এই যুবতি।
ক্যালিফোর্নিয়ার উচ্চতম সেতু ফরেস্ট হিল ব্রিজ। ৭৩০ ফুট লম্বা এই সেতু মার্কিন মুলুকের অন্যতম উঁচু সেতু। বন্ধুদের সঙ্গে সেখানে গিয়ে সেলফি তোলায় মত্ত হয়েছিলেন ওই যুবতি। সেতুর বিম ধরে উপরে উঠে পোজ দিতে দিতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যান তিনি। তবে, সৌভাগ্যবশত সেতুর লেজে গিয়ে আটকে যান। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2o6hSL7
April 07, 2017 at 10:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন