সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি অবস্থান লক্ষ্য করে তুরস্কের বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। বুধবার একটি মানবাধিকার সংস্থা একথা জানিয়েছে।
আঙ্কারা জানিয়েছে, তুরস্ক তাদের সীমান্তের কাছে ‘সন্ত্রাসীদের অভয়াশ্রমে’ হামলা চালিয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, নিহতদের অধিকাংশই কুর্দিশ পিপল’স প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)’র সদস্য। এরা সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট এর বিরুদ্ধে লড়ে যাচ্ছে।
অবজারভেটরির পরিচালক রামি আব্দেল রহমান বলেন, হাসাকেহ্ প্রদেশের আল-মালিকিয়াহ্ শহরে একটি মিডিয়া সেন্টার ও অন্যান্য ভবনে এই হামলা চালানো হয়। মঙ্গলবারের এই হামলায় ১৯ জন আহত হয়েছে।
ওয়াইপিজি মুখপাত্র রেদুর খলিল মঙ্গলবার বলেন, তুরস্কের হামলায় ২০ যোদ্ধা নিহত ও অপর ১৮ জন আহত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওয়াশিংটন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীকে না জানিয়েই এই হামলা চালানো হয়।
সিরিয়া ও ইরাকে এই জোট আইএস’র বিরুদ্ধে লড়াই করছে।
আব্দেল রহমান বলেন, এই হামলায় এক কুর্দি নারী যোদ্ধা নিহত হয়েছে।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qe8Yev
April 26, 2017 at 07:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.