গত ৩ মাসে মন্ত্রীদের সফরের বিস্তারিত তথ্য চাইলেন মোদি

নয়াদিল্লি, ১২ এপ্রিলঃ নিজের সরকারের মন্ত্রীরা বিমুদ্রাকরণ কর্মসূচি জনপ্রিয় করতে কতটা ঘাম ঝরিয়েছেন, জানার প্রক্রিয়া শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সম্প্রতি ক্যাবিনেটের বৈঠকে নির্দেশ দিয়েছেন, গত ৩ মাসে তাঁর মন্ত্রীরা কে কোথায় গিয়েছেন, তার বিস্তারিত তথ্য দিতে হবে। সোমবারের মধ্যেই তিনি এই ব্যাপারে সব জানাতে বলেছেন বলে খবর।

একটি সূত্রে জানিয়েছে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে এই ব্যাপারে বাকি মন্ত্রীদের সঙ্গে সমন্বয় করতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রটি বলেছে, গত ৩ মাসে দিল্লির বাইরে সফরে করে থাকলে তার যাবতীয় তথ্য জানাতে বলা হয়েছে মন্ত্রীদের। সফরে গিয়ে না থাকলে জানাতে হবে, ওই সময়ের মধ্যে তিনি দিল্লিতেই ছিলেন কিনা, অফিস করেছেন কিনা। মন্ত্রীরা বিশেষ করে নোট বাতিল ও অন্যান্য সরকারি প্রকল্প সম্পর্কে প্রচার করতে নিজ নিজ কেন্দ্রের বাইরে ঘুরেছেন কিনা, সেটা জানার চেষ্টা হচ্ছে। মন্ত্রীরা সরকারি কাজ ও দলের কাজকর্মের মধ্যে কতটা ভারসাম্য রাখতে পারছেন, সেটা জানাও এই অভিযানের উদ্দেশ্য।



from Uttarbanga Sambad http://ift.tt/2p6OxAu

April 12, 2017 at 01:56PM
12 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top