নয়াদিল্লি, ৩ এপ্রিলঃ তিব্বতি ধর্মগুরু দলাই লামার অরুণাচলপ্রদেশ সফর নিয়ে চিনের লাগাতার হুঁশিয়ারির উত্তরে তাদের পালটা সতর্ক করল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ‘দলাইয়ের অরুণাচল সফর নিয়ে যেন কৃত্রিম বিতর্ক তৈরি না করে চিন। চিনের অভ্যন্তরিণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করে না। ভারত চায় চিনও এই পন্থা নিক।’ বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ধর্মীয় নেতা হিসেবেই দলাই লামার প্রতি এদেশের মানুষ শ্রদ্ধাশীল। এর উপর অতিরিক্ত রং চড়ানো উচিত নয়। আধ্যাত্মিকতা ও ধর্মীয় ব্যাপারে ভারতের যে কোনো রাজ্যে তিনি যেতে পারেন।
প্রাকৃতিক দুর্যোগের কারণে দলাই লামার সফরসূচিতে কিছু বদল হয়েছে। মঙ্গলবার গুয়াহাটি থেকে হেলিকপ্টারে তাঁর অরুণাচলে যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য এদিন তাঁর আর আকাশপথে যাওয়া হল না। সেজন্য তিনি সড়কপথে যাবেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2nZ34zR
April 04, 2017 at 11:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.