মুম্বাই, ০৪ এপ্রিল- কল্পবিজ্ঞানের সাহায্যে এক জন সাধারণ মানুষের সুপারহিরো হয়ে ওঠার গল্প এই ছবিটির মাধ্যমেই প্রথম দেখেছিল বলিউড। ১৯৮৭ সালের ২৫ মে মুক্তি পাওয়া ছবি মিস্টার ইন্ডিয়া। হ্যাঁ, ভারতীয় সিনেমার অন্যতম সাড়া জাগানো বলিউড ফিল্ম। ছবিটি দেখে মুগ্ধ হয়ে যান দেশের লক্ষ লক্ষ দর্শক। ছবি মুক্তির ৩০ বছর পরেও মিস্টার ইন্ডিয়া অনিল কপূর, মিস হাওয়াহাওয়াই শ্রীদেবী ছাড়াও অন্নু কপূর, মোগ্যাম্বো এদের কাউকেই ভোলেনি ভারতীয় সিনেমার দর্শক। আর ৩০ বছর পেরিয়েও আজও মানুষ মনে রেখেছে মিস্টার ইন্ডিয়ার ছোট্ট সেই মেয়ে টিনাকে। কথায় কথায় যাঁর আদুরে গলায় প্রশ্ন, অরুণ ভাইয়া উও ক্যা হ্যায়?আজও ভোলেনি মানুষ। এই ছোট্ট মেয়েটিই পুতুল বোমা বিস্ফোরণে প্রাণ হারালে গল্পের হাসি ঠাট্টার অধ্যায় শেষ হয়ে ছবি ক্লাইম্যাক্সে মোড় নেয়। মিস্টার ইন্ডিয়ার ৩০ বছর পেরিয়েছে। তাই ছবির সেই ছোট্ট টিনাও আর ছোট্ট নেই। টিনার আসল নাম হুজান খুদাইজি। মিস্টার ইন্ডিয়া পর আর কোনও ছবিতেই কাজ করেননি তিনি। বর্তমানে একটি নামী বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন। কাজের সূত্রেই যোগাযোগ রয়েছে বি-টাউনের অনেক তারকার সঙ্গে। এ বার দেখে নিন এখন কেমন দেখতে মিস্টার ইন্ডিয়ার ছোট্ট টিনা। আর/১০:১৪/০৪ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ozbZsO
April 05, 2017 at 05:01AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন